নরসিংদীতে নৌভ্রমণে বেরিয়ে আটক ৪৬ জন, নৌকায় মিলল অস্ত্র

লকডাউনের বিধিনিষেধের মধ্যে নরসিংদীতে মেঘনায় নৌভ্রমণে বের হয়ে আটক হয়েছেন নৌকার মাঝিসহ ৪৬ জন, যাদের অধিকাংশই কিশোর।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2021, 03:02 AM
Updated : 25 July 2021, 03:02 AM

ওই নৌকা থেকে কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত ৯টায় পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় শেখ হাসিনা সেতু এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইছ আল রেজুয়ান বলেন, “কঠোর লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মেঘনা নদীতে একটি নৌকায় আনন্দ উল্লাস করতে দেখা যায়।

“নৌকাটি আটক করে তল্লাশি চালিয়ে তিনটি চাপাতি, সামুরাই ও কয়েকটি লোহা ও প্লাস্টিকের পাইপসহ দেশী অস্ত্র পাওয়া যায়। পরে তাদেরকে নৌ ফাঁড়িতে আটক রাখা হয়।”

আটকদের বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।