কোভিড: চাঁদপুরে হাসপাতালে সাত জনের মৃত্যু

চাঁদপুর জেনালের হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় চব্বিশ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2021, 06:20 PM
Updated : 24 July 2021, 06:20 PM

শুক্রবার বিকেল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ মৃতদের মধ্যে ছয়জন করোনাভাইরাস আক্রান্ত ছিলেন এবং একজন উপসর্গে ভুগছিলেন বলে জানান এ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল।

প্রয়াতরা হলেন, মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা গ্রামের ফজলুল হক (৭০), শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া এলাকার শোয়াপাড়া এলাকার সাজেদা বেগম (৭০), ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকার সাজেদা বেগম (৫৫), সদর উপজেলার মৈশাদী এলাকার মায়মুনা (৬৫),  

চাঁদপুর সদরের বহরিয়া এলাকার রামদাসদী গ্রামের মেহেদী হাসান (৩৬), ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাশপুর এলাকার সিরাজুল (৫৫) এবং সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের উত্তর পাইকাস্তা গ্রামের কাঞ্চনমালা (৬৫)।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত বলেন, জেলায় করোনা সংক্রমণের হার প্রতিনিয়ত বেড়ে চলছে। করোনা রোধে সবাইকে সচেতন হতে হবে।