ভারতের 'অক্সিজেন এক্সপ্রেস' বেনাপোলে

ভারতীয় রেলওয়ের 'অক্সিজেন এক্সপ্রেস' ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে বেনাপোল বন্দরে পৌঁছেছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2021, 05:21 PM
Updated : 24 July 2021, 05:49 PM

শনিবার রাত ১০টা ১০মিনিটে ১০টি কনটেইনার নিয়ে 'অক্সিজেন এক্সপ্রেস' বেনাপোলে পৌঁছায় বলে বাংলাদেশ রেলওয়ের বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান জানিয়েছেন।

প্রতিবেশী কোনো রাষ্ট্রে এটাই ভারতীয় 'অক্সিজেন এক্সপ্রেসের' প্রথম যাত্রা।

কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম শেষে এই অক্সিজেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে আনলোড করা হবে।

এর মধ্য দিয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম রেলপথে অক্সিজেন আমদানি করা হল বলে জানিয়েছেন বেনাপোল শুল্কভবনের কমিশনার আজিজুর রহমান।

এ নিয়ে মাঝে সাময়িক বন্ধ থাকার পর ভারত থেকে মেডিকেল অক্সিজেনের তৃতীয় চালান এল।

এর আগে ঈদের দিন বুধবার জরুরিভাবে ভারত থেকে বাংলাদেশে আসে ১৮০ মেট্রিক টন মেডিকেল অক্সিজেনের একটি চালান।

ওই দিন ভারতীয় অংশের পেট্রাপোল থেকে ১১টি ট্যাংকারে অক্সিজেনের চালানটি পাঠায় ভারতীয় কর্তৃপক্ষ।

মহামারীর দ্বিতীয় ঢেউয়ে ভারতে অক্সিজেন সঙ্কট দেখা দিলে দেশটি থেকে অক্সিজেন আমদানি বন্ধ ছিল।

এরপর সেখানে পরিস্থিতির উন্নতি হলে সাময়িক বিরতির পর ৫ জুলাই আবার অক্সিজেনের একটি চালান আসার মাধ্যমে সরবরাহ শুরু হয়।

‘অক্সিজেন এক্সপ্রেসে’ করে আসা ২০০ টন অক্সিজেনের চালান খালাসের বিষয়ে বেনাপোল শুল্কভবনের কমিশনার আরও বলেন, “দ্রুততম সময়ে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে চালানটি ছাড় করার ব্যবস্থা করা হয়েছে।

“করোনাকালীন সময়ে অক্সিজেন আমদানি করা হলে তা সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে শুল্কায়ন কার্যক্রম শেষ করা হচ্ছে।”

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহনের চাহিদা জানায় টাটা। সকাল ৯টা ২৫ মিনিটে কনটেইনারে ওই তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়।“

বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “মেডিকেল অক্সিজেনের এই চালানের আমদানিকারক লিন্ডে বাংলাদেশ লিমিটেড এবং রপ্তানিকারক লিন্ডে ইন্ডিয়া লিমিটেড।

পণ্য চালানটি ছাড় করাবে বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট 'সারথী এন্টারপ্রাইজ'।

ভারত বাংলাদেশ চেম্বার অব কর্মাসের পরিচালক মতিয়ার রহমান বলেন, “উভয় দেশের মধ্যে চমৎকার সুসম্পর্ক রয়েছে। একে অপরকে সহযোগিতার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তাই ভারতীয় রেলওয়ের 'অক্সিজেন এক্সপ্রেস' ট্রেনটি বেনাপোলে আসায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে।“

এর আগে ২০০ টন চালানের বিষয়ে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টা ২৫মিনিটে কনটেইনারে ওই তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়।

“এই অক্সিজেন বাংলাদেশে পৌঁছানোর পর তা দেশটির চলমান কোভিড পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলিতে সরবরাহ করা হবে।“

২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু হয়। এই পর্যন্ত দেশটির অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চলাচল করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভারত তার মহামারী পরিস্থিতি উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে চিকিৎসা সরঞ্জামের সরবরাহ ভাগ করে নেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ।”