নীলফামারীতে পুলিশকে ‘লাঞ্ছনা’, দুই ভাই কারাগারে

নীলফামারীতে এক পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে এক ব্যবসায়ীর দুই ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2021, 02:10 PM
Updated : 24 July 2021, 02:10 PM

শনিবার বিকেলে নীলফামারীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সহদেব চন্দ্র রায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, সৈয়দপুর বিউটি সাইকেল স্টোরের স্বত্বাধিকারী আলতাফ হোসেনের দুই ছেলে আতিফ হোসেন এবং আতিক হোসেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ তারা সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমানকে লাঞ্চিত করেছেন।

সৈয়দপুর থানার পরিদর্শক মো. আবুল হাসনাত খান বলেন, শনিবার বিকালে আসামি দুই ভাইকে আদালতে তোলা হলে তাদের দু’জনকেই কারাগারে পাঠানো আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম সহদেব চন্দ্র রায়। আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, কঠোর লকডাউনের মধ্যে গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সৈয়দপুর বিমানবন্দর সড়কের সিএসডি মোড়ে বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে আতিফ হোসেনকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম।

তবে জরিমানার টাকা পরিশোধ না করে গাড়ি নিয়ে চলে যান আতিফ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের নির্দেশে ধাওয়া করে প্রায় দেড় কিলোমিটার দূর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ বিসিক শিল্পনগরীর সামনে গাড়িটিকে আটক করেন সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমানসহ পুলিশ সদস্যরা।

এ সময় আতিফ ও আতিক গাড়ি থেকে নেমে ‘আতাউর রহমানকে লাঞ্ছিত করে তার পোশাক ছিঁড়ে দেন’। এ সময় ওই দুই ভাইকে আটক করে পুলিশ।

এ ঘটনায় রাতেই তাদেরকে আসামি করে সৈয়দপুর থানায় মামলা করেন থানার উপ-পরিদর্শক রেজাউল ইসলাম।