বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবি, ১৬ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে  ডুবে যাওয়া মাছ ধরা ট্রলারের ১৬ জন জেলেকে উদ্ধার করা হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2021, 01:48 PM
Updated : 24 July 2021, 01:48 PM

ট্রলারটি ডোবার ‘১৮ ঘণ্টা’ পর শনিবার বিকেল ৩টার দিকে কোস্টগার্ডের একটি দল ভোলার এ জেলেদের উদ্ধার করে।

গত শুক্রবার রাত ৯টায় ঝড়ের কবলে পড়ে আবু সাইদ মাঝির ট্রলারটি। চরপিয়াল পয়েন্টে ১৬ জন জেলেকে নিয়ে ডুবে যায় সেটি।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, আবু সাইদ সায়েদ, আউয়াল, আলামিন, সুফিয়ান, নাছির, আরিফ, সাগর, সিরাজ, আবদুর বারী, আকতার, শরিফ, হামিফ, গফুর, জাকির, আরতাব এবং আলাউদ্দিন মাঝি। এদের বাড়ি ভোলার  চরফ্যাশর ও নোয়াখালীর হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মনপুরা কন্টিনজেন্ট কমান্ডার এরফারুল হক বলেন, কোস্টগার্ড ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত ট্রলারটিও উদ্ধারের চেষ্টা চলছে।

এ উদ্ধার কাজে সহায়তা করে মনপুরা জেলে সমিতির নেতৃবৃন্দ।

মনপুরা জেলে সমিতির সভাপতি নাছির মহাজন জানান, শুক্রবার রাত ৮টার দিকে চরফ্যাশন উপজেলার সারামজ ঘাট থেকে ১৬ জন জেলে নিয়ে একটি ফিশিং ট্রলার সাগরে মাছ শিকারে যায়।

রাতে বঙ্গোপসাগরের চর পিয়াল পয়েন্টে ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের জেলেরা কেউ ডুবন্ত ট্রলারে, কেউ সাঁতরে চরে আশ্রয় নেন। কেউ আবার কেওড়া গাছে ঝুলে জীবন রক্ষা করেন।

খবর পেয়ে শনিবার মনপুরা কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে জেলেদের জীবিত উদ্ধার করে বলেন তিনি।