নাটোরে ১০ বিঘার পেয়ারা বাগান নষ্ট করেছে দুর্বৃত্তরা

নাটোরে এক ফল বাগানের ১০ বিঘা জমি জুড়ে লাগানো পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2021, 12:16 PM
Updated : 24 July 2021, 12:16 PM

জেলার বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামে আতিকুর রহমানের বাগানে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

শনিবার বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আতিকুর রহমান জেলার অন্যান্য উপজেলাতেও বিভিন্ন ফলের বাগান করেছেন। এবারই প্রথম বাগাতিপাড়া উপজেলায় জমি ইজারা নিয়ে পেয়ারা বাগান করেছেন।

“হয়তো কেউ শত্রুতা করে গাছ কেটে ফেলেছে।

“অভিযোগ পেয়েছি। তদন্ত করে দায়ী ব্যক্তিকে শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে।”

ক্ষতিগ্রস্ত কৃষক আতিকুর রহমান জানান, তিনি পেয়ারা বাগান করার জন্য ছয় মাস আগে বিঘা প্রতি ২৫ হাজার টাকা করে ১৪ বিঘা জমি বর্গা নিয়েছিলেন। এতে তার জমি বাবদ খরচ হয়েছে সাড়ে তিন লাখ টাকা। পুরো জমিতে এক হাজার ৮০০টি পেয়ারা গাছ লাগিয়েছিলেন। জমি তৈরি, চারা কেনা ও শ্রমিক বাবদ খরচ হয়েছে তিন লাখ টাকা।

তিনি বলেন, পেয়ারা গাছগুলো চার থেকে পাঁচ ফুট লম্বা হয়েছিল। এসব গাছে ফুল আসে। কয়েক মাসের মধ্যে গাছগুলো ফলে ভর্তি হয়ে যেত।

প্রথম বছরেই খরচের টাকা উঠে যাওয়ার আশা থাকা এ খামারি শনিবার সকালে জমিতে গিয়ে দেখেন তার বাগানের ১০ বিঘা জমির সব পেয়ারা গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

ঘটনার খবর পেয়ে ওসি ও উপজেলা কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করেছেন।