গাজীপুরে লকডাউনে কারখানা খোলায় জরিমানা

করোনাভাইরাস প্রতিরোধে আরোপিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে কারখানা খোলা রাখায় গাজীপুরে একটি প্লাস্টিক কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2021, 10:34 AM
Updated : 24 July 2021, 04:35 PM

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি শনিবার দুপুরে জেলার টঙ্গী টিঅ্যান্ডটি বাজার এলাকায় গিয়ে কারখানাটিকে এই দণ্ড দেন।

তিনি বলেন,  সরকারি নির্দেশনা অমান্য করে ‘এ ওয়ান পলিমার’ নামের কারখানাটি পণ্য উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে কারখানায় গিয়ে তার সত্যতা মেলে। তখন ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে শ্রমিকদের বের করে কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়।”

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা জানান, শনিবার দুপুরে কাশিমপুরের সারাবো এলাকায় নরবান কমটেক্স লিমিটেড নামের এক পোশাক কারখানায় বাইরে তালা ঝুলিয়ে ভেতরে শ্রমিকদের দিয়ে কাজ করানোর অভিযোগে মালিকের বিরুদ্ধে মামলা এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়।