লকডাউন: পুলিশের চোখ এড়াতে ড্রামের ভেতর যাত্রী

কঠোর লকডাউনের বিধিনিষেধে পুলিশের চোখ এড়াতে ড্রামের ভেতর করে যাত্রী বহন করায় চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2021, 04:27 PM
Updated : 23 July 2021, 05:07 PM

শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর নগরীর রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় তল্লাশি চলাকালে এই ঘটনা ধরা পড়ে।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (সদর জোন) মো. বেলাল হোসেন বলেন, কড়া লকডাউনের সময় দুপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তায় চেক পোস্টে বিভিন্ন গাড়িতে তল্লাশি চলানো চলছিল।

“ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছের পিকআপে তল্লাশি চালোনার সময় ট্রাকে থাকা মাছের ড্রামের ভেতর থেকে ১০ যাত্রীকে বের করা হয়।”

বেলাল হোসেন বলেন, ট্রাক চালক অতিরিক্ত ভাড়ায় ড্রামের ভেতর রেখে তাদের ময়মনসিংহ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরে ড্রামের ভেতর থেকে যাত্রীদের নামিয়ে এনে ছেড়ে দেওয়া হয়।

তবে চালকের বিরুদ্ধে প্রচলিত ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যে সারাদেশে শুক্রবার থেকে কঠোর লকডাউন চলছে। আগামী ৫ অগাস্ট পর্যন্ত লকডাউন চলবে।

গাজীপুরের পুলিশ সুপার এসএম সফিউল্লাহ জানান, লকডেউনে গাজীপুর জেলা পুলিশের পাঁচটি থানায় মহাসড়কে মূল চেক পয়েন্ট ১৫টি এবং বিভিন্ন মোড়ে আরও ১৫টি সহকারী চেক পয়েন্টে পুলিশ ডিউটি করছে। এছাড়া জেলা পুলিশের ১০টি মোবাইল টিম কাজ করছে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. জাকির হাসান জানান, লকডাউনে মহানগর পুলিশের ১০টি চেক পয়েন্ট এবং ২৭টি মোবাইল টিম কাজ করছে। শুক্রবার সকাল থেকে রাস্তায় জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য যেকোনো যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি।