খুলনা বিভাগে কোভিডে আরও ৩০ মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় কোভিডে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2021, 12:37 PM
Updated : 23 July 2021, 12:37 PM

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শুক্রবার বেলা ১২টার মধ্যে তারা মারা যান বলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার জানান।

তিনি বলেন, একই সময় বিভাগে এক হাজার ৯৩ জনের পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৩ দশমিক শূন্য ৩ শতাংশ কোভিড রোগী। বিভাগে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৫৩৫ জনের। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে খুলনায়। এ জেলায় এখন পর্যন্ত ২২ হাজার ৯৫ জনের কোভিড শনাক্ত হয়েছে। এর পরেই যশোরে শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৯১ জন। সবচেয়ে কম শনাক্ত হয়েছে মাগুরায়, দুই হাজার ৭০৯ জন।

ফেরদৌসী আক্তার বলেন, বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৯ হাজার ১১৫ জন। সুস্থতার হার ৬৯ শতাংশ। মারা গেছে দুই হাজার ৯৩ জন। মৃত্যুহার ২ দশমিক ৪৫ শতাংশ।