গাজীপুরে হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘সন্ত্রাসীদের’ হামলায় আহত এক ছাত্রলীগ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2021, 07:06 AM
Updated : 23 July 2021, 07:18 AM

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে ২৮ বছর বয়সী সৈয়দ মাসুম আহমেদের মৃত্যু হয় বলে তার চাচা মোফাজ্জল হোসেন জানান।

মাসুম শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের আবুল হোসেনের ছেলে।

তিনি উপজেলা ছাত্রলীগের কর্মী ছিলেন বলে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভপতি জাকিরুল হাসান জিকু জানিয়েছেন।

ঘটনার বর্ণনায় নিহতের চাচা বলেন, বুধবার রাত ৩টার দিকে মাসুমের অনুপস্থিতিতে অজ্ঞাত পরিচয় ১০/১২ জন সন্ত্রাসী তার ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে। এ সময় বাড়ির অন্যান্য ঘরগুলোর দরজা তারা বাইরে থেকে বন্ধ করে দেয়।

“মাসুম বাইরে থেকে বাড়িতে ঢুকলে সন্ত্রাসীরা তাকে মারধর ও মাথায় আঘাত করে।”

এ সময় মাসুমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে হাসপাতাল নেওয়া হয় বলে জানান মোফাজ্জল।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় নিহতের চাচা অজ্ঞাত পরিচয় ১০/১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।