চাঁপাইনবাবগঞ্জে তহাবাজারে অগ্নিকাণ্ড

চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে তহাবাজারে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2021, 02:47 PM
Updated : 22 July 2021, 02:47 PM

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেরুল ইসলাম জানান,  খবর পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু আগুনের ব্যাপকতা দেখে পাশের তিনটি উপজেলা ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ডাকা হয়।

ঘটনাস্থলে সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়। পাঁচটি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে কোনো দোকান থেকে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি “

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের কাজ চলছে জানালেও পুড়ে যাওয়া দোকান সংখ্যা জানাতে পারেননি এই কর্মকর্তা।

এদিকে, স্থানীয় দোকান মালিক ওবায়েদ আলী জানান, আনুমানিক ২৫টি দোকানের মালামাল পুড়ে গেছে। ওই মার্কেটে বিভিন্ন মালামালের দোকান ছিল।