ঈদের পরদিনই শিমুলিয়ায় ঢাকামুখী স্রোত

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় ঈদের পরদিনই ঢাকামুখী মানুষের স্রোত নেমেছে। আবার রাজধানী ছেড়ে কোরবানির মাংস নিয়ে গ্রামে যাচ্ছেন অনেকে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2021, 06:49 AM
Updated : 22 July 2021, 06:49 AM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম জানান, প্রায় সব লঞ্চ ও ফেরি চালু রাখা হলেও যাত্রীদের ঘাটে পারারের অপেক্ষায় থাকতে হচ্ছে।

তিনি জানন, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের জন্য বরাদ্দ ১৯টির মধ্যে ১৪টি ফেরি সচল রয়েছে। আর ৮৭টি লঞ্চের মধ্যে  চলাচল করছে ৮৬টি। মহামারীতে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের বিধান থাকলে ঠাসাঠাসি করে যাত্রী নেওয়া হচ্ছে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ।

তাছাড়া পদ্মা উত্তাল হওয়ায় ফেরিগুলো কুলিয়ে উঠতে পারছে না বলে তিনি জানান।

সফিকুল ইসলাম বলেন, ঘাটে সকাল থেকেই উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। যানবাহনের দীর্ঘ লাইনও আরও দীর্ঘ হচ্ছে ঘাটে। আর লঞ্চঘাটে আছে মানুষের অস্বাভাবিক জট। স্বাস্থ্যবিধিও উধাও হয়ে গেছে ঘাট থেকে।