করোনাভাইরাসে ৩, উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু বগুড়ায়

বগুড়ায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন এবং উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2021, 06:30 AM
Updated : 22 July 2021, 06:30 AM

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক জানান, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় কোভিড আক্রান্ত তিনজনের মৃত্যু হয়।

এরা হলেন- ধুনটের হুমায়ুন কবীর (৪৮), সদরের আকতারুজ্জামান (৭০) ও কাহালু চাঁনমিয়া (৭৫)।

এছাড়া একই সময় জেলায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করে আরও ৩৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ বলে জানান সাজ্জাদ।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৬২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০৪ জন এবং মারা গেছেন ৫২৬ জন। এছাড়া জেলায় ২ হাজার ৪ জন কোভিড আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।