ব্রাহ্মণবাড়িয়ায় পশু জবাই ও মাংস কাটতে আহত ৮০

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশু জবাই করা ও মাংস কাটার সময় অন্তত ৮০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2021, 05:05 PM
Updated : 21 July 2021, 05:05 PM

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ধীমান দেবনাথ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত ৮০ জন জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন।

“তাদের কেউ গরু-মহিষ জবাই করতে গিয়ে শিংয়ের গুঁতো কিংবা লাথিতে আহত হয়েছেন; আবার অনেকে মাংস কাটতে গিয়ে অসাবধানতাবশত ছুরিতে হাত কেটেছেন।”

আহতদের মধ্যে সাত জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে; বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে তিনি জানান।