রংপুর বিভাগে কোভিডে আরও ১৬ মৃত্যু

রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জন মারা গেছে; আরও ৪২১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। 

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2021, 02:40 PM
Updated : 21 July 2021, 02:40 PM

এই নিয়ে চলতি  মাসের প্রথম ২০ দিনে বিভাগে করোনাভাইরাসে প্রাণ গেল ২৫৮ জনের।  

বুধবার সন্ধ্যায় রংপুর ভারপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের পাঁচজন, নীলফামারীর দুইজন,পঞ্চগড়ের চারজন,  দিনাজপুরের দুইজন, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও গাইবান্ধার একজন করে রয়েছেন।

এ সময়ে বিভাগে ১ হাজার ৭০২ নমুনা পরীক্ষা করে ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ৯৯ জন, নীলফামারীর ২৯ জন,

দিনাজপুরের ১৯০ জন,  পঞ্চগড়ের ৪৩ জন,  গাইবান্ধার ২৭ জন, লালমনিরহাটের ১৮ জন, ঠাকুরগাঁওয়ের ১৩ জন ও কুড়িগ্রামের দুই জন রয়েছেন।

২৪ ঘণ্টায় শনাক্ত  আক্রান্তের হার ২৪ দশমিক ৭৪ শতাংশ।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৯৬ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়।