জামালপুরে তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণ গেল

জামালপুরে তিনটি সড়ক দুর্ঘটনায় সদরে দুইজন ও মেলান্দহ উপজেলায় একজন নিহত হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2021, 04:47 PM
Updated : 20 July 2021, 04:47 PM

মঙ্গলবার সন্ধ্যায় সদরের জামালপুর-টাঙ্গাইল সড়কে দুটি এবং দুপুরে মেলান্দহে একটি সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ হারান।

নিহত বায়োজিত বোস্তামি (৩২) সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মনজুরুল ইসলাম (৬২) গহেরপাড় গ্রামের ডাক্তার জালাল উদ্দিনের ছেলে এবং জহুরা বেওয়া (৬০) জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী।

জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর-টাঙ্গাইল সড়কের কাচাসড়া এলাকায় ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে বায়োজিত বোস্তামি ঘটনাস্থলেই মারা যান।

একই সময় একই সড়কের গহেরপাড় এলাকায় রাস্তা পার হতে গিয়ে কর্ভাডভ্যান চাপায় মনজুরুল ইসলাম নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষক ঘটনাস্থলেই মারা গেছেন বলে জানান তিনি।

এদিকে, মেলান্দহ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে জামালপুর থেকে অটোরিকশায় ইসলামপুর যাওয়ার পথে মেলান্দহের টনকীতে বিপরীত দিক থেকে আসা রিকশাভ্যানের সাথে সংঘর্ষে জহুরা বেওয়ার মৃত্যু হয়।

নিহত নারী সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।