সাভারে অস্ত্র-হেরোইনসহ যুবক গ্রেপ্তার

ঢাকার সাভারে অস্ত্র ও হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2021, 12:04 PM
Updated : 20 July 2021, 12:04 PM

সোমবার গভীর রাতে সাভারের আকরাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তার আবুল কালাম ওরফে ভাঙ্গারী কালাম (৪০) ভোলার বাসিন্দা।

তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও ২৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৭ সালে ভোলা থেকে ঢাকা এসে কল্যানপুর নতুন বাজার এলাকায় মাছের ব্যবসা শুরু করেন কালাম। তখন থাকতেন কল্যাণপুর বস্তিতে। ২০০৪ সালে তিনি মাছের ব্যবসা ছেড়ে এলাকায় ভাঙ্গারির ব্যবসা শুরু করেন। তখন থেকেই এলাকায় তিনি ভাঙ্গারি কালাম হিসেবে পরিচিত।

সেখান থেকেই তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

কালামকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, অস্ত্রসহ বিভিন্ন প্রকার একাধিক মামলা রয়েছে। তিনি ২০১৫ সালে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে এসে ফের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়ান।

তিনি একাধারে সন্ত্রাসী, জমি দখলকারী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি মূল্যে বিক্রয় করে আসছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।