সিলেট বিভাগে করোনাভাইরাসে আরও ১১ মৃত্যু

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে ১১ জন মারা গেছে; সংক্রমিত হয়েছে ৩৩৯ জন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2021, 10:15 AM
Updated : 20 July 2021, 10:16 AM

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, করোনায় এক দিনে যারা মারা যাওয়াদের মধ্যে ছয়জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া একজন সুনামগঞ্জের, একজন হবিগঞ্জের; এবং অপর তিনজনের বাড়ি মৌলভীবাজারে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯৬৬টি নমুনা পরীক্ষায় ৩৩৯ জন শনাক্ত হন, যাতে শনাক্তের হার ৩৫ দশমিক ০৯ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত হলো ৩৩ হাজার ৮৬০ জন।

শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৯ হাজার ১৫ জন, সুনামগঞ্জে তিন হাজার ৭৪৯ জন, মৌলভীবাজারে চার হাজার ৪৩৫ জন ও হবিগঞ্জের তিন হাজার ৮৬১ জন রয়েছেন।

এর বাইরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই হাজার ৮০০ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টার সিলেট বিভাগে ২৯৩ জন করোনা রোগী সুস্থ হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেট বিভাগে ৩৫৮ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বিভাগের চার জেলায় র‍্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ৬১ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেট তিনজন, সুনামগঞ্জ ৩৪ জন, হবিগঞ্জে ১১ জন মৌলভীবাজার জেলায় ১৩ জন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ১১৭ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।