বগুড়ায় কোভিডে আরও ২ জন, উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

বগুড়া জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক দিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে; আরও ১৪ জন মারা গেছেন উপসর্গ নিয়ে।

বগুড়া প্রতিনিধি বিডিনিউজ  টোয়েন্টি ফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2021, 07:09 AM
Updated : 20 July 2021, 07:09 AM

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার এক অনলাইন ব্রিফিংয়ে জেলার কোভিড পরিস্থিতির এই তথ্য তুলে ধরেন।

তিনি জানান, মারা যাওয়া ওই ১৬ জন জেলার সরকারি-বেসরকারি তিনটি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

তাদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রূপালী নামে ৪০ বছর বয়সী এক নারী এবং মোহাম্মদ আলী হাসপাতালে নাজিমুদ্দিন নামের ৬৫ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়। তারা দুজন করোনাভাইরাস পজিটিভ ছিলেন।

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. তুহিন জানান, গত এক দিনে জেলায় ৯৩৩টি নমুনা পরীক্ষা করে আরও ২৪৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৩৬ শতাংশ। 

বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৪৯২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে মারা গেছেন ৫১৬ জন। জেলায় এখন ২ হাজার ১৪৪ জন কোভিড রোগী চিকিৎসাধীন।