রাজশাহী মেডিকেলে কোভিডে ৪, উপসর্গ নিয়ে ১৬ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত এক দিনে আরও ২০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চারজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন, বাকিদের ছিল উপসর্গ। 

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2021, 06:36 AM
Updated : 20 July 2021, 06:36 AM

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন।

তিনি বলেন, এই ২০ জনের মধ্যে রাজশাহীর আট জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের পাঁচ জন, নওগাঁর দুই জন এবং কুষ্টিয়ার তিন জন।

মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং আট নারী। তাদের মধ্যে ছয় জনের বয়স ছিল ৬১ বছরের বেশি।

এ নিয়ে চলতি মাসের ২০ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে মোট ৩৪৯ জনের মৃত্যু হল।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ওয়ার্ডে ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন; সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭২ জন।

কোভিড ইউনিটে ৪৫৪ শয্যার বিপরীতে মঙ্গলবার সকাল পর্যন্ত ভর্তি ছিলেন ৪৮০ জন। বাড়তি রোগীদের হাসপাতালের মেঝে ও বারান্দায় অতিরিক্ত বেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন।

কোভিড ইউনিটে চিকিৎসাধীন ৪৮০ জনের মধ্যে ২৩৮ জনের করোনাভাইরাস পজিটিভ। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৪ জন। তাদের নতুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া কোভিড থেকে মুক্ত হলেও স্বাস্থ্য জটিলাতা থেকে যাওয়ায় ৬৮ জন হাসপাতালে ভর্তি আছেন।

পরিচালক জানান, সোমবার দুটি ল্যাবে রাজশাহীর ৩৯২ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ৯৭ শতাংশ, যা আগের দিন ১৮ দশমিক ৫৯ শতাংশ ছিল।