ঈদযাত্রা: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির জট

কোরবানির ঈদের আগের দিন উত্তরের পথে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে থেমে থেমে যানবাহনের জট সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2021, 05:05 AM
Updated : 20 July 2021, 05:48 AM

মঙ্গলাবার সকাল থেকে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত ঈদে ঘরমুখো যাত্রীদের গাড়ির চাপ বেড়ে যায়। ফলে সড়কের এই অংশে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

কোরবানির ঈদ সামনে রেখে লকডাউন তুলে নেওয়ায় গত কয়েকদিন ধরেই উত্তরের পথে যানবাহনের চাপ বেশি।

এলেঙ্গায় দায়িত্বরত জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, “ঈদ যাত্রায় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

“এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত সড়কে প্রায় ১৪ কিলোমিটার এলাকায় গাড়ির চাপ সোমবারের চেয়েও বেশি অনেক বেশি।”

টাঙ্গাইলের সীমানায় যানজট নিরসন আর ঈদে বাড়ি যাওয়া মানুষদের যাত্রায় সড়কে স্বস্তি দিতে আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে বলে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানিয়েছেন।