সুনামগঞ্জে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু

সুনামগঞ্জে বালুপাথর বাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট ডুবে শিশুসহ এক মায়ের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2021, 07:00 PM
Updated : 19 July 2021, 07:00 PM

সোমবার বিকেলে দুর্ঘটনার পর নিহতদের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।

নিহত জোছনা বেগম (৩৫) এবং তার মেয়ে রুমি বেগম (৮) তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের ওই স্পিডবোটের চালক বরুজ মিয়ার স্ত্রী ও মেয়ে।

এ ঘটনায় চালকের অপর তিন সন্তানসহ আরও ৫ জন আহত হয়েছে বলে উত্তরশ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খসরুল আলম জানান।

তিনি বলেন, সোমবার বিকেলে বরুজ মিয়া বাদাঘাট বাজার থেকে স্পিডবোট নিয়ে বালিয়াঘাটে উদ্দেশ্যে যাচ্ছিলেন। স্পিডবোটে চালকের স্ত্রী ও চার ছেলে-মেয়েসহ আটজন যাত্রী ছিল।

স্পিডবোটটি বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের পাশে পাটলাই নদীতে পৌঁছানোর পর বালু-পাথরবাহী একটি বাল্কহেড নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে স্পিডবোট নদীতে ডুবে যায়।

বালিয়াঘাট এলাকার বাসিন্দা রফিক মিয়া বলেন, বাদাঘাট থেকে ঈদের বাজার করে তারা বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, আমার এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ দুটো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।