রূপগঞ্জে কারখানায় আগুন: হাসেম ও দুই ছেলের জামিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গ্রেপ্তার ওই কারখানার মালিক মো. আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2021, 11:46 AM
Updated : 19 July 2021, 03:43 PM

সোমবার বিকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান তাদের জামিন মঞ্জুর করেন বলে এই আদালতের পিপি মনিরুজ্জামান বুলবুল জানান।

হাসেম ছাড়া জামিনপ্রাপ্ত অপর দুজন হলেন তার ছেলে হাসিব বিনতে হাসেম ও তারেক ইব্রাহিম।

তবে মামলার আরও তিন আসামির জামিন নাকচ করেছে আদালত।

এর আগে হাসেমের আরও দুই ছেলের জামিন হয়েছিল। এই দুজনসহ মোট পাঁচ জনের জামিন হলো।

গত ৮ জুলাই হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনে অর্ধশতাধিক প্রাণহানি হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক মো. আবুল হাসেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। 

এছাড়া শ্রম আদালতেও একটি মামলা করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জ অফিসের সহকারী শ্রম পরিদর্শক সৈকত মাহমুদ। 

এই মামলায় কারখানার মালিক সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম ও উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশিদকে আসামি করা হয়েছে।  

এই ঘটনা তদন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি কমিটি গঠন করেছে।