কাপ্তাইয়ে হাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে এক বৌদ্ধ ভিক্ষু প্রাণ হারিয়েছেন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2021, 10:49 AM
Updated : 19 July 2021, 10:49 AM

সোমবার সকালে রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত ভদন্ত আজ্ঞাধাম্মা থের ( ৫৮) কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন।

কারিগর পাড়া প্রধান (কার্বারি) উথোয়াইপ্রু মারমা জানান, সকাল ৬টার দিকে বিহারে প্রার্থনা শেষ করে বের হলে বন্য হাতি তাকে আক্রমণ করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আশপাশের বাড়িঘর বিহার থেকে দূরে থাকায় ওই সময় কেউ ভিক্ষুকে বাঁচাতে এগিয়ে আসতে পারেনি বলে জানান উথোয়াইপ্রু।

রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা বলেন, রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা গেছেন।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়; তারা গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন।