ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর ডোবায়

ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুই খণ্ড হয়ে ডোবায় পড়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2021, 10:09 AM
Updated : 19 July 2021, 10:09 AM

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিলারং ইউনিয়নের আখানগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

তিনি প্রত্যক্ষদর্শীর বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বালুভর্তি একটি ট্রাক্টর আখানগর রেলক্রসিং পার হওয়ার সময় চাকা আটকে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা  পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। ট্রাক্টরটি দ্বিখণ্ডিত হয়ে রেললাইনের দুই পাশে ছড়িয়ে পড়ে। তাছাড়া একটি অংশ ডোবায় পড়ে। এতে ট্রেনেরও সামান্য ক্ষতি হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি গন্তব্যস্থলে চলে যায়। দুর্ঘটনায় পড়া ক্ষতিগ্রস্ত ট্রাক্টরটি পুলিশ থানায় নিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

চিলারং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ট্রেন আসার আগেই ট্রাক্টরের চালক ও সহকারী নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি।