কোভিডে যশোরে আরও ১১, ময়মনসিংহে ৫ মৃত্যু

কোভিডে যশোরে আরও ১১ জন আর ময়মনসিংহে পাঁচজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিযশোর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2021, 09:10 AM
Updated : 19 July 2021, 09:10 AM

সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যান বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান।

যশোরের সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা রেহেনেওয়াজ সোমবার বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ১১ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। একই সময় জেলায় এক হাজার তিনজনের পরীক্ষায় ২১৪ জনের পজিটিভ এসেছে।

তাছাড়া যশোর সদর হাসপাতালে উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ।

একই সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে আরও পাঁচজন মারা গেছেন।

হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান মুন বলেন, এই সময়ের মধ্যে আক্রান্ত পাঁচজন ছাড়াও তাদের হাসপাতালে উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময় কোভিড ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ৫৫ জন। সুস্থ হয়েছেন ৯২ জন।

সোমবার সকালে আইসিইউতে ২০ জনসহ কোভিড ইউনিটে ৩৮১ জন চিকিৎসাধীন ছিলেন বলে তিনি জানান।

ময়মনসিংহের সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে সোমবার এক হাজার ২৭২ জনের পরীক্ষায় ২৮৬ জনের কোভিড শনাক্ত হয়েছে।