অভিনেতা মোশাররফ করিম ও বৈশাখী টিভির বিরুদ্ধে মামলা

কুমিল্লায় অভিনেতা মোশাররফ করিমসহ বেসরকারি চ্যানেল বৈশাখী টিভির বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করেছেন এক আইনজীবী।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2021, 05:12 PM
Updated : 18 July 2021, 05:12 PM

রোববার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে কুমিল্লা জেলা বার এসোসিয়েশনের আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনীর এ মামলায় আরও তিনজনকে বিবাদী করা হয়েছে।

মামলার বিবাদীরা হলেন, মোশাররফ করিম, জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান এবং বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ।

নাটক ‘হাই প্রেসার-২’ এ আইনপেশাকে ‘বিকৃতভাবে উপস্থাপন করায়’ এ মামলা করা হয় বলে বাদীপক্ষ থেকে জানানো হয়েছে।

জেলার রাষ্ট্রপক্ষের আইডনজীবী পি‌পি জ‌হিরুল ইসলাম সে‌লিম বলেন, আদালত পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে।

এ মামলার বাদী আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনী জানান, আদালত আগামী ১৮ অগাস্টের মধ্যে তদন্ত প্রতি‌বেদন দা‌খি‌লের নি‌র্দেশ দিয়েছে।

এ মামলার আইনজীবী আসিফ রাব্বি বলেন, এ নাটকের বিভিন্ন চরিত্রে কলাকুশলী আইন পেশা, আইন অঙ্গন, বিচার ব্যবস্থার বিভিন্ন দিক কটাক্ষ করে অসম্মানজনকভাবে উপস্থাপন করায় আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনী এ মামলা করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ অগাস্টে রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন বলেন তিনি।

২০১৮ সালের ২৬ জুন বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল পেইজে 'হাই প্রেসার-২' নাটকটি প্রকাশ করা হয়। এটি আপলোডের পর নাটকটি ১ কোটি ৮৩ লাখ ৮ হাজার ২২ বারের বেশি দেখা হয়েছে।