পিরোজপুরে মাদক ‘আইস’সহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুরে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন, যার কাছে নতুন পরিচয় পাওয়া মাদক ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া গেছে বলে র‌্যাব জানিয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2021, 10:05 AM
Updated : 18 July 2021, 10:05 AM

শনিবার রাতে সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়; রোববার তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার মো. মাসুম খান রাজ (২৭) সদর উপজেলার টোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; ওদনকাঠী এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ জানায়, ওদনকাঠী এলাকায় মাদক বিক্রি হচ্ছে খবর পেয়ে র‌্যাব অভিযান চালায় এবং মাসুম খানকে আটক করে। মাসুম খানের দেহ তল্লাশি করে একশ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে মাসুম খান রাজকে আসামি করে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

পিরোজপুর সদর থানার ওসি আ.জা.মো. মাসুদুজ্জামান জানান, মাসুম খানকে মাদকসহ আটক করে র‌্যাব সদর থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।