ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৬ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের গাড়ির চাপ বেড়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2021, 05:44 AM
Updated : 18 July 2021, 05:44 AM

জেলার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. হারুনুর রশিদ জানান,

গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গার পুংলী পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপও বেড়েছে। যানজটের ফলে চালক ও ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। এর মধ্যে আবার কোথাও কোথাও গাড়ি বিকল হওয়ায় তা সরিয়ে নিতে কিছুটা সময় লাগছে। এতে করে অনেক স্থানে জটলার সৃষ্টি হচ্ছে।

যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করছে বলে জানান তিনি।