শ্রীমঙ্গলে সাপের কামড়ে প্রাণ গেল চা শ্রমিকের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাপের কামড়ে এক চা শ্রমিক মারা গেছেন।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2021, 06:31 PM
Updated : 17 July 2021, 06:31 PM

শনিবার দুপুরে জেরিন চা বাগানে এই শ্রমিককে সাপে দংশন করে। সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত সুমন মিয়া (৪০) জেরিন চা বাগানের প্রয়াত শ্রমিক বাবুল মিয়ার ছেলে।

জেরিন চা বাগানের ব্যবস্থাপক সেলিম রেজা চৌধুরী বলেন, দুপুরে সুমন মিয়াকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। সুমন নিজেই সাপ ধরতে জানতেন এবং দুদিন আগে এই সাপটিকে তিনি নিজেই ধরেছিলেন।

“প্রথমে নিজেই চিকিৎসা শুরু করেন। কিন্তু তার অবস্থা যখন অবনতির দিকে যায় তখন আমি খবর পাই।”

সেলিম রেজা জানান, সঙ্গে সঙ্গে তাকে বাগানের গাড়ি দিয়ে প্রথমে শ্রীমঙ্গল হাসপাতালে, পরে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং শেষে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় তিনি মারা যান।

শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ সদস্য বিশ্বজিৎ দেববর্মা জানান, সুমনের বাবাও সাপ ধরা জানতেন। সুমন মিয়াও সাপ ধরতে জানতেন।