মাদারীপুরে জমির বিরোধের জেরে একজনকে গুলি করে হত্যা

মাদারীপুরে জমির বিরোধের জেরে একজনকে গুলি করে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2021, 01:26 PM
Updated : 17 July 2021, 01:26 PM

জেলার ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান জানান,  শনিবার ভোর ৬টার দিকে কালকিনি উপজেলার ডাসার থানার পশ্চিম বোতলা গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ একই গ্রামের শামসুল হক তালুকদারের ছেলে।

গ্রেপ্তার আহাদ মিয়া একই গ্রামের আব্দুল হাই মোল্লার ছেলে।

পুলিশ জানায়, আহাদের সঙ্গে শামসুলের জমি নিয়ে বিরোধ চলছে। ভোরে ওই জমিতে শ্রমিক নিয়ে ধান রোপণ করতে যান শামসুল হকের ছেলে সোহাগ। এতে বাধা দেন আহাদ ও তার লোকজন। একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর বন্দুকের গুলি আহত হন সোহাগ। পরে হাসপাতালের পথে মারা যান তিনি।

এ ঘটনায় নিহত সোহাগের বাবা বাদী হয়ে আহাদকে প্রধান আসামি করে পাঁচজনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি হাসানুজ্জামান।

তিনি বলেন, মামলায় অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে আহাদকে গ্রেপ্তর করে পুলিশ। জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত বন্দুক।

লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।