এমপি মজাহারুল হক প্রধান কোভিড আক্রান্ত

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2021, 11:58 AM
Updated : 17 July 2021, 11:58 AM

স্বাস্থ্য বিভাগের ত্বত্তাবধানে বর্তমানে তিনি বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানিয়েছেন।

ডা. ফজলুর রহমান বলেন, “শনিবার সকালে সর্দি ও মাথা ব্যথা করলে তার নমুনার এন্টিজেন টেস্টে করোনা পজিটিভ শনাক্ত হয়। তার শরীরে সামান্য জ্বর ও সর্দি রয়েছে। তবে আশঙ্কার কিছু নেই, তিনি সুস্থ রয়েছেন।“

তাকে বাড়িতে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

মজাহারুল হক প্রধানের ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলাম বলেন, গত কয়েকদিন থেকে সাংসদ তার নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সহায়তা দিয়েছেন। বাড়িতেও নির্বাচনী এলাকার নানা পেশার লোকজনদের সঙ্গে সাক্ষাৎ ও নানা বিষয়ে কথা বলেছেন।

“কিন্তু তিনি স্বাস্থ্যবিধি মানলেও সাক্ষাৎপ্রার্থী সবাই বিধি মানেননি। এজন্যই হয়ত তিনি আক্রান্ত হতে পারেন।”

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, করোনাভাইরাস আক্রান্ত হয়ে পঞ্চগড়  জেলায় ৮৫৭ জন রোগী হোম আইসোলশনে রয়েছেন। পঞ্চগড় করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৩৭ জন।