কক্সবাজারে বিকাশের টাকা লুট: আরও একজন গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় বিকাশ ডিস্ট্রিবিউশন কার্যালয়ে ভল্ট ভেঙে সাড়ে ৪৬ লাখ টাকা লুটে জড়িত অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব; এ সময় ১৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2021, 10:00 AM
Updated : 17 July 2021, 10:00 AM

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, শনিবার সকালে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার কাজী ভবন থেকে জামাল উদ্দিন ফারুককে (৬৬) তারা গ্রেপ্তার করেন।

জামাল চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের নতুন ঘোনার পাড়ার জনু মিয়ার ছেলে।

এর আগে গত ১০ জুলাই ১৮ লাখ টাকাসহ দুইজন এবং ১১ জুলাই একজনকে গ্রেপ্তার করে র‌্যাব। গত ৭ জুলাই রাতে পেকুয়া উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারে ইসলামী ব্যাংক ভবনের তৃতীয় তলায় অবস্থিত বিকাশ ডিস্টিবিউটরের ভল্ট ভেঙে দূর্বৃত্তরা সাড়ে ৪৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

উইং কমান্ডার আজিম বলেন, কক্সবাজারের পেকুয়ায় বিকাশ ডিস্ট্রিবিউশন কার্যালয়ে ভল্ট ভেঙে টাকার চুরির ঘটনার এক আসামির অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব।  

“এ সময় পালিয়ে যাওয়ার সময় ধাওয়া জামালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে খাটের নিচ থেকে শপিং ব্যাড়ে মোড়ানো অবস্থায় লুটের ১৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।”

গ্রেপ্তারদের বরাতে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ঘটনার দিন রাতে নিরাপত্তাকর্মীরা রেস্তোরাঁয় খেতে যাওয়ার সুযোগে মাথায় হেলমেট পরে দুর্বৃত্তরা বিকাশ ডিস্টিবিউশন কার্যালয়ে যায়।

তারা কার্যালয়টির বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে গ্রিলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে ভল্টের তালা ভেঙে দূর্বৃত্তরা ৪৬ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

গ্রেপ্তারদের পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আজিম।