পটুয়াখালীতে ‘১৫ লাখ’ পোনা জব্দ, আটক ১৯

পটুয়াখালীতে আহরণ নিষিদ্ধ ১৫ লাখ পোনা জব্দ করার পাশাপাশি ১৯ জন পাচারকারীকে আটক করা হয়েছে বলে মৎস্য কর্মকর্তা জানিয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2021, 08:04 AM
Updated : 17 July 2021, 08:04 AM

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে দুমকি উপজেলার পাগলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক হয়।

র‌্যাব এই অভিযানে সহযোগিতা করে জানিয়ে তিনি বলেন, দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অভিযানকালে এক কোটি ৫৩ লাখ টাকার ১৫ লাখ ৩০ হাজার আহরণ নিষিদ্ধ পোনা জব্দ করা হয়। তাছাড়া ১৯ জনকে আটক করা হয়।

পরে আটককৃতদের উপজেলার ইউএনও শেখ আবদুল্লাহ সাবিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন তারা।

মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে। চারজনকে দুই মাস করে আর ১৩ জনকে  এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বেকসুল খালাস দিয়েছে আদালত।

ভোলা ও বাউফল উপজেলার কালাইয়া থেকে আহরণ নিষিদ্ধ এসব পোনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জব্দকৃত পোনা স্থানীয় পায়রা নদীতে অবমুক্ত করা হয়েছে।