সিরাজগঞ্জে পুলিশ মারধরের মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

সিরাজগঞ্জের তাড়াশে একটি অবৈধ কোরবানির হাট উচ্ছেদ করার সময় পুলিশকে মারধরের মামলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2021, 07:17 AM
Updated : 17 July 2021, 07:49 AM

তাড়াশ থানা ওসি মো. ফজলে আশিক জানান, শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার বিকালে উপজেলার বারুহাস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং তার চার সহযোগী বারুহাস গ্রামের ঝন্টু, রাসেল, আব্দুল হান্নান ও আবু হাসনাত বাবু।

ওসি বলেন, শুক্রবার বিকালে বারুহাস বাজার এলাকায় অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানো হয়। খবর পেয়ে পুলিশর একটি দল সেখানে হাট উচ্ছেদ করতে যান।

“ওই সময় মাসুদ ও তার সহযোগীরা পুলিশের কাজে বাঁধা দেয় এবং পুলিশ সদস্যদের মারধর করে।”

পরে এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪০/৫০ জনকে আসামি করে থানায় মামলা করে পুলিশ। মামলার পর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফজলে আশিক।