ফেনীতে গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ফেনীতে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ‘পৌর কাউন্সিলরের এক সহযোগীকে’ আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2021, 09:39 AM
Updated : 16 July 2021, 09:39 AM

তাছাড়া কাউন্সিলরের বাড়ি থেকে রক্তমাখা পাঞ্জাবি উদ্ধারের পর পুলিশ তাকে খুঁজছে।

জেলার পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী জানান, শুক্রবার মধ্যরাতে ফেনী শহরের সুলতানপুর এলাকায় শাহজালাল মিয়া (৩০) নামে এই গরু ব্যবসায়ী খুন হন।

নিহত শাহজালাল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাগুলি গ্রামের আবদুল জব্বারের ছেলে।

শাহজালালের চাচাত ভাই আল আমিন বলেন, কোরবানির হাটে বিক্রির জন্য শুক্রবার রাতে কিশোরগঞ্জ থেকে ১৫টি গরু নিয়ে আসেন শাহজালালসহ ১০ জন।

“এই গরু ছিনতাই করার চেষ্টা করেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম ও তার লোকজন। আমরা বাধা দিলে তারা গুলি করে। এতে শাহজালাল নিহত হন। পরে তারা লাশ পুকুরে ফেলে পালিয়ে যায়।”

সকালে পুলিশ সুলতানপুর এলাকার আমিনবাজার সড়কের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

ফেনী থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালামের বাড়ি থেকে রক্তমাখা একটি পাঞ্জাবি উদ্ধার করেছে। ঘটনার পর থেকে কাউন্সিলর গা ঢাকা দিয়েছেন। পুলিশ তাকে আটকের চেষ্টা চালাচ্ছে।

“তাছাড়া কাউন্সিলর কালামের সহযোগী সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ।”

লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি নিজাম উদ্দিন।