কেরানীগঞ্জে গ্যাসপাইপ থেকে আগুনে দগ্ধ ৫

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গ্যাসপাইপের ছিদ্র দিয়ে বের হওয়া গ্যাসের আগুনে এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2021, 07:33 AM
Updated : 16 July 2021, 07:53 AM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার ভাগৈইর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা দগ্ধ হন। রাতে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

তারা হলেন- ওই এলাকার রাজু আহমেদ (৩০), তার দুই মেয়ে জান্নাত (৫), রোজা (৩), রাজুর বোন শারমিন আক্তার (২৫) ও তার চাচাত ভাই হাবিবুর রহমান হাবিব (২০)।

ওসি আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে দগ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে নিয়ে যান। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

“গ্যাসপাইপের ছিদ্র থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তবে পাইপের ছিদ্র দিয়ে বের হওয়া গ্যাস থেকে কেন বা কিভাবে আগুন ধরল সে বিষয়ে বিস্তারিত বলতে পারেনি পুলিশ।