কোভিড: কুষ্টিয়ায় একদিনে সাতজনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। 

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2021, 05:11 AM
Updated : 16 July 2021, 05:25 AM

কোভিড ডেডিকেটেড ঘোষিত ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে এ ১০ জনের মৃত্যু হয় বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান।

একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৭৩৫ জনের নমুনা পরীক্ষা করে ২০৩ শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার প্রায় ২৮ শতাংশ।

বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২১৯ জন কোভিড পজিটিভ রোগী এবং উপর্সগ নিয়ে ৬১ জন চিকিৎসাধীন রয়েছেন বলে তত্ত্বাবধায়ক জানান।

এদিকে জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা মোট ৩৮৭ জনে দাঁড়িয়েছে বলে কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান।