নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ফুফু-ভাতিজার

নওগাঁর মান্দায় গাছ থেকে জাম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ ও তার শিশু ভাতিজা নিহত হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2021, 06:38 PM
Updated : 15 July 2021, 06:38 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার মান্দাকোলা বিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের ইব্রাহীম হোসেনের স্ত্রী আম্বিয়া বিবি (৪৭) ও রফিকুল ইসলামের ছেলে রোমান (১১)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।

নিহতদের স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশু রোমান বিকালে বিলের পাশে একটি গাছ থেকে জাম পাড়তে যায়। এক পর্যায়ে বিলে মাছ পাহারার জন্য দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে যায় রোমান।

“এটি দেখতে পেয়ে ফুফু আম্বিয়া বিবি ভাতিজা রোমানকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন; এবং ঘটনাস্থলেই দুজন মারা যান।”

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় এক ব্যক্তি বিল ইজারা নিয়ে মাছ চাষ করছেন। বিলটি পাহারার জন্য ‘অরক্ষিত’ তার দিয়ে পুরো বিলজুড়ে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। সেই সংযোগের তারে জড়িয়ে দুই জন প্রাণ হারায়।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।