হাসেম ফুডসে আগুন: পুলিশের মামলা সিআইডিতে

নারায়ণগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের করা মামলার তদন্তভার সিআইডিকে হস্তান্তরের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2021, 04:13 PM
Updated : 15 July 2021, 04:13 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর এক আদেশে এই নির্দেশনা দেয় বলে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান।

এসপি জায়েদুল আলম বলেন, মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। নিবিড়ভাবে তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির কাছে হস্তান্তরের জন্য পুলিশ হেডকোয়াটার্স থেকে নির্দেশনা এসেছে। নির্দেশনা অনুযায়ী মামলাটি সিআইডির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মামলার নথি ও আলামতসহ সবকিছু তদন্তকারী কর্মকর্তা সিআইডির তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন বলে তিনি জানান।

গত ৮ জুলাই হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনে অর্ধশতাধিক মারা গেছে।এই ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাশেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। 

পুলিশ তাদের চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। বুধবার তাদের আদালতে হাজির করা হলে আবুল হাশেমসহ ছয়জনকে কারাগারে পাঠানো হয়। হাশেমের দুই ছেলের জামিন মঞ্জুর করে আদালত।

এই ঘটনা তদন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।