জামালপুরে কোভিড চিকিৎসায় বিএনপির হেল্প সেন্টার

করোনাভাইরাস আক্রান্ত রোগীর স্বাস্থ্যসেবায় জামালপুর জেলা বিএনপি তাদের কার্যালয়ে হেল্প সেন্টার চালু করেছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2021, 01:07 PM
Updated : 15 July 2021, 01:07 PM

বিএনপির করোনা রোগী চিকিৎসা পর্যবেক্ষণ টিমের সদস্য কেন্দ্রীয় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার এর উদ্বোধন করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন জানান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জামালপুরের আহবায়ক ডা. আহম্মদ আলী আকন্দ এই হেল্প সেন্টারে করোনা রোগীর চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবেন।

তিনি জানান, এই সেন্টার দুই শিফটে চালু থাকবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই সেন্টারে কাজ করবেন বিএনপির দলীয় লোকজন।

করোনা আক্রান্ত রোগীদের পরিবার এখানে যোগাযোগ করলে তাদের স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন দলের নেতা মঞ্জুরুল হক বাবুল খান, জেলা যুগ্ম সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজিব খান প্রমুখ।