বগুড়ায় একদিনে করোনাভাইরাসে ৬, উপসর্গে ১০ মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2021, 07:36 AM
Updated : 15 July 2021, 07:36 AM

বুধবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাজ্জাদ উল হক জানান।

এরা হলেন- বগুড়া সদরের আমজাদ হোসেন (৮৫) ও আব্দুল হামিদ (৯০) এবং শাজাহানপুরের খোরশেদ আলোম (৫৪)।

বাকিদের নাম-পরিচয় জানাতে পারেনি জেলা স্বাস্থ্য দপ্তর।  

সাজ্জাদ বলেন, “করোনাভাইরাসে জেলায় নতুন করে আরও ১৭৬ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫২৪ জনের নমুনা পরীক্ষা করে  এ ফলাফল পাওয়া গেছে।

“যার শনাক্তের হার ৩৩ দশমিক ৫৮ শতাংশ।”

অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ করোনাভাইরাসের  উপসর্গ নিয়ে একদিনে চিকিৎসাধীন দশজনের মৃত্যুর কথা জানিয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৫৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫১ জন এবং ৪৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২ হাজার চারজন চিকিৎসাধীন রয়েছেন।