আলী আশরাফের চিকিৎসার খোঁজ নিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাজী এনামুল হক কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 01:07 PM
Updated : 14 July 2021, 01:07 PM

সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

আলী আশরাফের ব্যক্তিগত সহকারী ও চান্দিনার মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জানান, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মঙ্গলবার সন্ধ্যায় তার প্রেস সচিবের মাধ্যমে এবং রাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাধ্যমে তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।

আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু তার ফেইসবুক স্ট্যাটাসে জানান, বুধবার আইনমন্ত্রী আনিসুল হক ফোন করে চিকিৎসার খোঁজ নিয়েছেন।

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এবং দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল স্কয়ার হাসপাতালে তাকে দেখতে যান বলে মুনতাকিম আশরাফ জানান।

পরিবারের সদস্যরা জানান, পেটে ব্যথা অনুভব করলে আলী আশরাফ স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা রোগে ভুগছেন। গত সোমবার নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দিলে আইসিইউতে স্থানান্তর করা হয় ৭৩ বছর বয়সী এই রাজনীতিককে।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের এই সংসদ সদস্য এ নিয়ে পঞ্চমবার জাতীয় সংসদে কুমিল্লার ভোটারদের প্রতিনিধিত্ব করছেন।