ক্রিকেটার মুশফিকের বাবা-মাকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

‘করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে’ ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা ও মাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 11:47 AM
Updated : 14 July 2021, 11:47 AM

বুধবার দুপুরে তারা ঢাকার উদ্দেশ্যে বগুড়া থেকে রওনা হয়েছেন বলে মুশফিকুর রহিমের চাচা মাহমুদুল হামিদ বাদল জানিয়েছেন।

মঙ্গলবার মুশফিকুরে বাবা মাহবুব হামিদের শারীরিক পরীক্ষা করার সময় চিকিৎসকরা ধারণা করেন করোনাভাইরাস আক্রান্ত হতে পারেন। সেজন্য মুশফিকের বাবা ছাড়াও তার

মা রহিমা হামিদও কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মনে করছেন চিকিৎসকরা।

মাহমুদুল হামিদ বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শারীরিক সমস্যার কারণে গত মঙ্গলবার রাতে বগুড়ার এক ডায়াগনস্টিক সেন্টারে মুশফিকের বাবার সিটিস্ক্যানসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়। সে সময় চিকিৎসকরা এই আশঙ্কার কথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, “ভাবী যেহেতু ভাই এর কাছাকাছি থাকত, তাই তার বিষয়েও সন্দেহ করা হচ্ছে। তাদের শারীরিক অসুস্থতার বিষয়টি মুশফিককেও জানানো হয়।”