কোভিড টিকা: নেত্রকোণা সদর উপজেলায় নিবন্ধন বন্ধ

নেত্রকোণা সদর উপজেলায় নির্ধারিত বরাদ্দের টিকার সমপরিমাণ নিবন্ধন হয়ে যাওয়ায় নতুন করে নিবন্ধন সাময়িক বন্ধ রেখেছে স্বাস্থ্য বিভাগ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 08:28 AM
Updated : 14 July 2021, 08:33 AM

এ তথ্য জানিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা উত্তম কুমার পাল বলেন, জেলার বাকি নয় উপজেলায় বরাদ্দের সমপরিমাণ নিবন্ধন না হওয়ায় ওই উপজেলাগুলোতে নিবন্ধন চলছে।

“তবে সেখানেও দ্রুত বরাদ্দের সমপরিমাণ নিবন্ধন হয়ে যাবে। তখন সেখানেও সাময়িকভাবে নিবন্ধন বন্ধ রাখা হবে। এতে করে যারা নিবন্ধন করছেন তারা সবাই টিকা পাবেন।”

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নেত্রকোণায় মঙ্গলবার পর্যন্ত ৮১ হাজার ১০৪ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ৬৩ হাজার ২৩৮ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। বাকি আছেন ১৭ হাজার ৮৬৬ জন।

দ্বিতীয় ধাপে প্রথম ডোজের জন্যে জেলায় সিনোফার্মার ৪ হাজার ৮০০ ডোজ টিকা এসেছে ১৫ জুন। এই টিকা ১৯ জুন থেকে শুধু সদর উপজেলায় মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ফ্রন্টলাইনার মাঝে দেওয়া শুরু হয়। পরে আরও ৩৪ হাজার ৪০০ ডোজ আসে গণটিকা শুরুর জন্যে। জেলার সব উপজেলায় এই টিকা দেওয়া হচ্ছে।

উত্তম কুমার বলেন, জেলায় ১৭ লাখ বাসিন্দার মধ্যে ৩ দশমিক ৭৭ শতাংশ করোনাভাইরাসের টিকার আওতায় এসেছেন। এখনও ১৬ লাখ ৩৬ হাজার ৭৬২ জন টিকা গ্রহণের বাইরে রয়ে গেছেন।

এদিকে বুধবার সকাল ৮টা নাগাদ গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত তিনজন মারা গেছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জানান। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ৪৪ জনে দাঁড়াল।

এ পর্যন্ত ২১ হাজার ৩৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২ হাজার ৩৭৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৫ জন। হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন এক হাজার ৫০ জন।