বগুড়ায় কোভিডে আরও ৫ মৃত্যু, শনাক্ত ১৯২

বগুড়ায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 06:51 AM
Updated : 14 July 2021, 06:51 AM

মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান।

এরা হলেন- বগুড়া সদরের হোসনে আরা (৪৫), দুপচাঁচিয়ার আজম খান (৪১), গাবতলীর ফজলুর রহমান (৭০), শাজাহানপুরের জোসনা আরা (৫৮) ও জয়পুরহাটের মজিদা বিবি (৬৫)।

এদের মধ্যে মজিদা টিএমএসএস হাসপাতালে এবং বাকিরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এছাড়া বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল কর্তৃপক্ষ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় নয়জনের মৃত্যুর কথা জানিয়েছে।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১৯২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৩৭০ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৪৯ জন। মারা গেছেন ৪৮৫ জন। আর ১ হাজার ৯৩৬ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।