আশুলিয়ায় কোরবানির আগে ‘গরুচোর চক্র সক্রিয়’,  গ্রেপ্তার ৫

ঢাকার আশুলিয়ায় ‘কোরবানির আগে সক্রিয় হয়ে ওঠা গরুচোর চক্রের’ পাঁচ সদস্যকে  গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 06:24 AM
Updated : 14 July 2021, 06:24 AM

আশুলিয়া থানার এসআই হারুন ওর রশিদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার হ্যাচারি মোড় এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ফাইল ছবি

গ্রেপ্তাররা হলেন- আশুলিয়ার ধলপুর গ্রামের ইমান আলী শেখের ছেলে খোমেজ শেখ (৪০), বগুড়া সদর উপজেলার কাঠনালপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মুকুল শেখ (৪৫), একই জেলার কাহালু থানার আড়োলা গ্রামের রমজান আলীর ছেলে আলী আজম (৩০), শাহাজানপুর থানার আশিকপুর গ্রামের নুর হোসেন মিয়ার ছেলে শাকিল হাসান (২০), নন্দীগ্রাম থানার শহরকুড়ি গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুল মজিদ (৩৮)।

এসআই হারুন বলেন, গাজীপুরের কাশিমপুর থানার বাগবাড়ি এলাকার রোকনের বাড়ি থেকে দুটি গরু চুরির সূত্র ধরে কাশিমপুর থানা পুলিশের সহায়তায় জামগড়া, শিমুলতলা ও ধলপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় চুরি হওয়া গরু দুটি।

“তারা সবাই গরুচোর চক্রের সক্রিয় সদস্য। কোরবানি আগে গরু চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করত।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসআই হারুন।