কোভিডে রাজশাহীতে ৭, ময়মনসিংহে আরও ৭ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে এক দিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিরাজশাহী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 05:30 AM
Updated : 14 July 2021, 05:30 AM

একই সময় ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে মারা গেছেন আরও সাতজন।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, তাদের হাসপাতালে কোভিড আক্রান্ত সাতজন ছাড়াও ১৪ জন উপসর্গ নিয়ে এবং আরও চারজন কোভিড থেকে মুক্ত হওয়ার পর বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় নিয়ে মারা গেছেন।

এই ২৫ জনের মধ্যে ১২ জনের বাড়ি রাজশাহী জেলায়। অন্যরা বিভাগের বিভিন্ন জেলার।

শামীম ইয়াজদানী বলেন, ২৫ জনের মধ্যে পুরুষ ১৫ জন আর ১০ জন নারী। তাদের মধ্যে নয়জনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে তিনজন ও ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৭২ জন ভর্তি হয়েছেন জানিয়ে তিনি বলেন, একই সময় সুস্থ হয়েছেন ৫৪ জন। বুধবার সকাল পর্যন্ত হাসপাতালের কোভিড ইউনিটের ৪৫৪টি বেডের বিপরীতে ছিলেন ৫০০ জন। অন্যদের ওয়ার্ডে মেঝে ও বারান্দায় অতিরিক্ত বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাছাড়া আইসিইউতে আছেন ২০ জন।

শামীম ইয়াজদানী বলেন, চিকিৎসাধীন ৫০০ জনের মধ্যে ২৩২ জনের পজেটিভ রয়েছে। আর চিকিৎসা নিয়ে কোভিডমুক্ত হওয়ার পর জটিলাতা নিয়ে চিকিৎসাধীন আছেন ৫২ জন।

বেড়েছে সংক্রমণ

রাজশাহী জেলায় টানা চার দিন ধরে বাড়ছে সংক্রমণের হার।

শামীম ইয়াজদানী বলেন, মঙ্গলবার রাজশাহী জেলার ৪৩০ জনের পরীক্ষায় শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ৬৫ শতাংশ। আগের দিন সোমবার ৩৩ দশমিক ৬৯ শতাংশ, রোববার ২৯ দশমিক ৬৩ আর শনিবার ছিল ২৫ দশমিক শূন্য ৫ শতাংশ।

ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

একই সময় উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান মুন জানান।

তিনি বলেন, এ নিয়ে তাদের কোভিড ইউনিটে ২২৯ জন কোভিড রোগী আর উপসর্গ নিয়ে আরও ৭৮৩ জনের মৃত্যু হল।

হাসপাতালের আইসিইউতে ২২ কোভিড রোগীসহ কোভিড ইউনিটে ৪৩০ জন চিকিৎসাধীন আছেন জানিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় এখানে নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন। একই সময় সুস্থ হয়েছেন ৬৩ জন।

ময়মনসিংহ জেলায় এ টর্যন্ত ১০৯ জন কোভিড রোগী মারা গেছেন বলে সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন।

শনাক্তের হার সম্পর্কে তিনি বলেন, মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে বিভাগের বিভিন্ন জেলার ১০৫৮ জনের পরীক্ষা হয়। তাতে ২৮৩ জন শনাক্ত হন। শনাক্তের হার ২৬ দশমিক ৭৫ শতাংশ।