ব্রহ্মপুত্র নদে বাক-প্রতিবন্ধী নারী নিখোঁজ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ডুবে এক বাক-প্রতিবন্ধী নিখোঁজ হয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2021, 12:36 PM
Updated : 13 July 2021, 12:36 PM

উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে

মঙ্গলবার সকালে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ৪ ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ পাগলী বেগম শাহিমা (৩১) ওই এলাকার কাশেম আলীর মেয়ে। তার মৃগী রোগ ছিল।

উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ আব্বাস আলী বলেন, রাতের অন্ধকারে অভিযোন চালাতে পারিনি। মঙ্গলবার সকালে প্রায় দেড় কিলোমিটার এলাকায় ৪ ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ পাগলীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পানিতে ডুবে স্রোতে ভেসে যেতে পারে বলে মনে করেন এ কর্মকর্তা।

হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন জানান, ব্রহ্মপুত্র নদের তীরে শ্যামপুর গ্রামে পাগলী বাবা-মাসহ বাস করতেন। সোমবার সন্ধ্যায় নদের ঘাটে পানি আনতে গিয়ে আর ফেরেননি। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।