ঝিনাইদহে কোভিডে আরও ৫ মৃত্যু

ঝিনাইদহে এক দিনে কোভিডে আরও পাঁচজন মারা গেছেন। তাছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2021, 10:11 AM
Updated : 13 July 2021, 10:11 AM

জেলার সিভিল সার্জন দপ্তরের কোভিডবিষয়ক মুখপাত্র মো. জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যান। আক্রান্তদের চারজন সদর হাসপাতালে আর একজন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছিলেন।

নতুন শনাক্ত রোগীর বিষয়ে তিনি বলেন, সোমবার ৩৪৪ জনের পরীক্ষায় ১০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৪০ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল পাঁচ হাজার ৮৫৮ জন।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ জানান, একই সময়ে তাদের হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। তাছাড়া কোটচাঁদপুরে উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ জানিয়েছেন।